আমার নাম রাকেশ কর্মকার
আজ আর কি লিখবো আজ সেই পরীক্ষার দিন আজ সকাল থেকে বাড়িতে আর ঘর এ বসে আছি !
সারা দিন খবর আর আমার নিজের ফেইসবুক পেজ দেখা ফেইসবুক প্রোফাইল দেখা আর ভিডিও তৈরী করে ফেইসবুক পেজএ লোড করা ! আমার নিজের ফেইসবুক পেজ আছে (#dislifeme) আমি আজ তোমাদের সাথে আমার পুরোনো দিন এর কিছু কথা শেয়ার করবো আমার জীবন আর আমার লাইফ আমার জন্ম এই ভারত এই আমি যখন জন্ম নিয়েছি ! তখন বাবা গরিব পর এর বাড়িতে ভাড়া থাকতো বাবা বারো টাকা মাইনে পায় মা মেশিন সেলাই করে ! এই মনে হয় মাস গেলে দশ পনেরো টাকা হয় ! মা বলতো যখন সেই ভাড়া বাড়িতে থাকতো ঘর এর মেজে ভেজা কারণ যে ভাড়া বাড়ি তে থাকতো সেখানে বর্ষার সময় জল জমতো জমিটা খুব নিচু ছিল থাকার কারণ ছিল একে মাসরের মাইনা কম নিজের পেট চলে না ! তো ভালো ঘরে থাকবে কি করে মা মেশিন চালিয়ে অনেক দিন পর একটা চৈকি কিনে ছিল তাতে বাবা মা আর হয়তো আমি শুতাম তবে একটা কথা চৈকিটা অনেক দিন গেল প্রায় কুড়ি পঁচিশ গেছে ! ওই বলে না গরিব এর পয়সার দাম আছে ! যে বাড়িতে থাকতো সেই বাড়ির ঠাকুমা খুব ভালো ছিল মা বলে !
আমার মার বিষয় কিছু বলি মারা ছয় বোন দুই ভাই আমার দাদুর দুই বিয়ে বোরো দিদা মারা যাই নাকি
মা এবং মাসিরা ছোট থাকতে ছোট বেলা থেকে খুব কষ্টে গেছে মার কাছ থেকে শুনেছি দাদু হাঁট কিছু
চাল কিনে নিয়ে আসতো তার পর রান্না হতো তবে খাওয়া হতো ! একটা কথা বলা উচিত না মা সারা জীবন কষ্ট করেছে বাবার যদি কিছু পয়সা থাকেতো তবে একটু কষ্ট কুমতো ! আমি ও মাজে মাজে আমি যদি কিছু করতে পারতাম ! এটাই আমার দুঃখ যে আমার ভাগ্যটা খুব ভালো না আমি কিছু করতে পারছি না !
যাই হোক এখন বিকাল বেলাতে খবর শুনলাম আজ সারা দিন বন্দ থাকার পর কাল পাঁচটার পর থেকে দশ দিনের জন্য পুরো বন্দ থাকবে এই হলো জীবন আমাদের ভালোই যাচ্ছে সময় তাই না বন্দুরা এই আর কি তোমাদের সাথে শেয়ার করছি ! আজ গেল এই ভাবে সময় আচ্ছা টাটা আজকের
মতো কাল দেখা হবে কাল আমার জীবন এর কিছু লাইফএ ঘটনা বলবো !
--------------------------------------------------------------------------------------------------------------------------
Translate into english
--------------------------------------------------------------------------------------------------------------------------
My name is Rakesh Karmakar
What else will I write today, from the morning of this exam day at home and sitting in the house!
All day watch the news and my own Facebook page, view my Facebook profile and create a video to load on the Facebook page! I have my own Facebook page (#dislifeme)
https://www.facebook.com/kolk.rakesh/ Today I will share with you some of the words of my old days, my life and my life in India, when I was born! Then the father used to rent the house after the poor, the father got twelve bucks in the mother's machine! It seems the month is ten to fifteen bucks! Mother used to say that when she was living in a rented house, her room was wet because the rent was staying in the house where the water was too low during the monsoon because it was less than a month's worth of water. So how would my mother stay in a good house after a long time buying a cookie? My parents and I would probably sleep, but one thing was a long time, almost twenty-five! That does not say that the poor is worth the money! The grandmother in the house where she lived was very good mother!
Tell me something about my mother, six sisters, two brothers, my grandfather's two marriages
Mother and aunt have been in trouble since childhood when they were young
He used to buy rice and then he would cook it and eat it! One must not say that the mother has been in trouble all her life if her father had some money, it would hurt a little! Me and I had some fun if I could! It is my regret that my fate is not very good I cannot do anything!
Anyway now, I heard the news in the afternoon today that after being closed all day tomorrow, there will be full closure for ten days from five o'clock. This is the life we are going for. This is the time today, Tata is today
I will tell you tomorrow some life events of my life!
No comments:
Post a Comment